ঠাকুরগাঁও এর করোনা পরিস্থিতি ও প্রস্তুতি

০৬ মে বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও জেলায় করোনা আক্রান্ত ১৯ জন। হোম কোয়ারেন্টাইন এর পরিমাণ ১৩৫৩ জন। যার মধ্যে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১০৫৩ জন এবং ৩০০ জন এখনো হোম কোয়ারেন্টাইন এ আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ মোট ২০৬ জন এর মধ্যে ৪৫ জন এখনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ আছেন। আইসোলেশন এ থাকা ২৪ জনের মধ্যে ৫ জন আরোগ্য লাভ করেছেন।

করোনা চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেলায় ১০০ টি বেড প্রস্তুত করা হয়েছে যার মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ৫০ টি, বালিয়াডাঙ্গী হাসপাতালে ১০ টি, পীরগঞ্জ হাসপাতালে ১২ টি, রাণীশংকৈল হাসপাতালে ১৩ টি এবং হরিপুর হাসপাতালে ১৫ টি বেড প্রস্তুত করা হয়েছে।

বেসরকারিভাবে করোনা চিকিৎসার জন্য কোন ব্যবস্থা নেই। করোনা আক্রান্ত ব্যক্তির জরুরী চিকিৎসায় স্থানান্তরের নিমিত্তে পৃথক ভাবে একটি এম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে।

তবে জেলায় সরকারি-বেসরকারি কোনো হাসপাতালেই আইসিইউ/সিসিইউ/ভেন্টিলেটর নেই।

মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন