কুড়িগ্রামে হবে কৃষি বিশ্ববিদ্যালয়, চিলমারীতে নদী বন্দর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় এবং চিলমারীতে নদী বন্দর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 ০৪ঠা মে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ডা.আহমেদ কায়কাউস এর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের আট (৮) টি জেলা- কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর জেলার প্রতিনীধিদের সাথে করোনা ভাইরাস ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছি, চিলমারীতে নদী বন্দর এর কাজ শুরু হয়েছে। এছাড়াও আমরা এ অঞ্চলের জন্য আরো অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। যেহেতু এ অঞ্চল মঙ্গাপীড়িত ছিলো সেহেতু যাতে আবার মঙ্গা না আসে সেদিকে যারা সচ্ছল আছেন তাদেরকে বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
বার্তা প্রেরক,
মোঃ সাহেব আলী
উলিপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন