পাবনার সুজানগরে গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পাবনার সুজানগর উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

৩ মে রবিবার কৃষক দের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।

জনাব শাহীনুজ্জামান শাহীন বলেন, এ বছরে কৃষকের কাছ থেকে সরাসরি গম কেনা হবে এবং এ কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। তিনি বলেন কৃষকের কাছ থেকে ২৮ টাকা দরে গম ক্রয় করা হচ্ছে।
সুজানগর উপজেলার কৃষক রহিম মিয়া জানান, করোনা ভাইরাসের কারণে হাটবাজার বন্ধ। যানবাহন চলাচল কমে যাওয়াসহ নানা করনে আমরা গম বিক্রি করতে পারতেছি না।

কৃষক হাশিমউদ্দিন জানান, হাটবাজারে প্রতি কেজি গম ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাড়ি থেকে গুদাম পর্যন্ত গম বহন করলে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সেদিক থেকে বাজারেই গম বিক্রি করা ভালো হবে। তবে সরকার যদি গমের দাম বাড়ায় তাহলে খাদ্যগুদামে গম সরবরাহ করা যাবে।

মো: রাসেল মাহমুদ
সুজানগর, পাবনা

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন