কুড়িগ্রামের উলিপুরে নারায়ণগঞ্জ ফেরত, করোনা রোগী সনাক্ত

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াগ্রাম এলাকার মোঃ মোফাজ্জল হোসেনের পুত্র মোঃ আক্কাস আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পরিবার সুত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি জ্বর, সর্দি,গলা ব্যথা নিয়ে গ্রামে আসেন।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, আক্কাস আলী জ্বর, সর্দি গলা ব্যথা নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসার পর কোনো ধরনের লকডাউন মানেননি। এবং এলাকার সকলের সাথে অবাধে মেলামেশা করছেন। এখন এলাকার অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, কুড়িগ্রাম জেলার ৭২টি নমুনার ফল শুক্রবার (১ মে) তাদের হাতে আসে এবং ৭জন আক্রান্ত হন। যা কুড়িগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ।
এনিয়ে জেলায় ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
বার্তা প্রেরক,
মোঃ সাহেব আলী
উলিপুর উপজেলা, প্রতিনীধি,

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন