বলিউড তারকা ঋষি কাপুর আর নেই

জনপ্রিয় বলিউড তারকা ঋষি কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে চিরনিদ্রায় গেলেন ভারতের প্রবীণ এই অভিনেতা। তার মৃত্যুর সময়ে পাশে ছিলেন স্ত্রী নিতু কাপুর।

বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।

গুরুতর অসুস্থ হলে বুধবার (২৯ এপ্রিল) ভোরে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে এই অভিনেতার। গত ২ বছর ধরে মৃত্যুর আগ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

ঋষি কাপুরের মৃত্যুতে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, “তিনি চলে গেলেন…! ঋষি কাপুর… চলে গেলেন! স্রেফ চলে গেলেন… মারা গেলেন!’

এর আগে বুধবার (২৯ এপ্রিল) মারা গেছেন বলিউডের আরেক তারকা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটার আগেই সামনে এল ঋষি কাপুরের মৃত্যুর খবর।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন