সিলেট সার্কিট হাউসে ত্রাণ কার্যক্রম ও করোনা মোকাবিলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়

২৭ এপ্রিল রোজ সোমবার রাত ১০.০০ ঘটিকার সময় সিলেট সার্কিট হাউসে করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতি গ্রস্থদের মধ্যে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন  সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলায় দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, সিলেটের বিভাগীয় কমিশনার  মো. মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট ওসমানী হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, সিলেট অফিস ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক ফরিদ উদ্দিন, সহ অন্যান্য কমকর্তা বৃন্দ।
সিলেট (জেলা)প্রতিনিধিঃ সাব্বির আহমদ নাহিদ 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন