মারা গেছেন চিত্রনায়ক নায়ক হেলাল খানের বাবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়ক হেলাল খানের পিতা মাওলানা আব্দুন নুর খান।

রবিবার স্থানীয় সময় রাত ১:১৫ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে লঙ আইল্যান্ড এ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। হেলাল খানের একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে হেলাল খানের বাবা, ছোট ভাই ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন হেলাল খান নিজেই।

ফেসবুকে সেসময় হেলাল খান লিখেছিলেন, ‌আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

কিন্তু রবিবার লঙ আইল্যান্ডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আব্দুন নুর খান।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হঠাৎ করেই হেলাল খানের আগমন। তাকে অনেকে হাছন রাজা বলেই চেনে। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও বেশ দরশকপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন