করোনায় দুর্দশাগ্রস্ত মানুষকে নিয়ে কবিতা ‘এসো হে মানুষ’

করোনাভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। অন্যরকম এক বাস্তবতা মানবজাতির সামনে। আমাদের দেশও এই বাস্তবতার বাইরে নয়। এসব কিছু নিয়েই কবিতা লিখেছেন লেখক, সঙ্গীত শিল্পী ও কবি লুৎফর হাসান। কবিতার নাম ‘এসো হে মানুষ’।

কবিতায় লুৎফর হাসান বলেছেন করোনায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা। কবিতাটি আবৃত্তি করেছেন ক্লোজআপ তারকা পুতুল, সঙ্গীত শিল্পী শাওন গানওয়ালা , আর.জে ত্রয়ী এবং লুৎফর হাসান। কবিতা জুড়ে সঙ্গীতের আবহ ও কণ্ঠ ধারণ সমন্বয় করেছেন আমজাদ হোসেন। ভিডিও আকারে কবিতাটি শনিবার ফেসবুক পেজে প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) । ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

কবিতাটি নিয়ে লুৎফর হাসান বলেন , ধ্রুব দাদা আমাকে বললেন বিশ্বের দুর্দশাপীড়িত মানুষের কথা কবিতায় নিয়ে আসতে। আমি কয়েকদিন সময় নিয়ে পুরোটা লিখলাম। যতটুকু সম্ভব সামগ্রিক অবস্থা একটা কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছি। এ ধরনের কবিতা এটাই প্রথম।

আগামীতে নানান বিষয় কবিতায় নিয়ে আসার চেষ্টা করব। কবিতার শেষাংশে রয়েছে মানুষকে ভালোবাসার কথা। কবি বলেছেন, মানুষকে ভালোবাসলেই বাজবে বিজয়ের জয় গান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন