কানাডায় করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে কানাডার টরন্টোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার টরন্টোর ইস্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কানাডার টরন্টো ও অটোয়ায় এ নিয়ে ছয় বাংলাদেশির মৃত্য হলো।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. শওকত আলী। তিনি তাজপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি বেশ কয়েক দিন ধরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, কানাডার টরন্টো ইস্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শওকত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং সিলেট তাজপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।

তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি টরন্টো প্রবাসীদের কাছে অত্যন্ত বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে অবসরে স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে সপরিবারে স্থায়ীভাবে কানাডার টরন্টোতে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য, অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সালাম শরিফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন