দক্ষিণ আফ্রিকায় দুস্থদের পাশে প্রবাসী বাংলাদেশিরা

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৫ লক্ষাধিক রেন্ডের খাদ্যসামগ্রী দিয়েছে বাংলাদেশ কমিউনিটি অব কেপটাউন।

দল-মত নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশি প্রবাসীদের অনুদানে এক হাজার পরিবারের জন্য এ খাদ্যসামগ্রী দেয়া হয়।

শুক্রবার কেপটাউনের সিভিক সেন্টারে এ খাদ্যসামগ্রী কেপটাউনের মেয়রের হাতে তুলে দেয়া হয়। এ সময় সংসদ সদস্য ও কেপটাউন মেয়র যৌথভাবে বাংলাদেশ কমিউনিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের নেতারা জানিয়েছেন, ইতিমধ্যে তাদের ফান্ডে হাফ মিলিয়নের প্রতিশ্রুতি এসেছে এবং তারা এক মিলিয়ন রেন্ডের টার্গেটে কালেকশন অব্যাহত রেখেছেন।

সব প্রবাসীকে সহযোগিতার জন্য অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মমিনুল হক অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন