জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশের কাউন্সিলর

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (লেবার) মো. আমিনুল ইসলাম । পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই প্রথম বিদেশি মিশনে কর্মরত কোনো কর্মকর্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেলো।

কাউন্সিলর (লেবার) মো. আমিনুল ইসলাম বাংলাদেশ মিশন, জেদ্দায় দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে তিনি মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেন।বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রতিদিন কয়েক হাজার সেই সংখ্যা। গেল সাতদিনে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ। এক সপ্তাহ আগে গত ১০ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৬৮৮ জন। সাতদিন পর ১৭ এপ্রিল রাত পর্যন্ত তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ জন।ওয়ার্ল্ডোমিটারের এই তথ্য বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটা গত এক সপ্তাহে ব্যাপকহারে বেড়েছে।

এই সাতদিনের মধ্যে মৃত্যুর মাত্রা সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত বেড়েছে, গত ১৪ এপ্রিল। সেদিন একদিনেই করোনাভাইরাসে ১০ হাজার ৭৬১ জন প্রাণ হারিয়েছিল।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন