দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় দিনাজপুর জেলাকে লকডাউন করা হলো।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন থাকবে। এ সময়ে জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন