১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে ব্যবস্থা

আগামী ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাধারণ ছুটি চলছে। কিন্তু এর মধ্যেও পোশাক শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে। ফলে কোভিড-১৯ ঠেকাতে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তার ওপর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম দফা সাধারণ ছুটির শেষ হওয়ার আগেই পোশাক শ্রমিকরা দল বেঁধে পায়ে হেঁটে ঢাকায় আসে। ৫ এপ্রিল পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। পরে বিভিন্ন পক্ষের সমালোচনায় ফের পোশাক কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে এখনো অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি।

সাধারণ ছুটির মেয়াদ চতুর্থ দফায় বেড়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। এই সময়ে পোশাক কারখানাগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেবল পিপিই তৈরির কারণে কিছু কারখানা খোলা রাখা হয়েছে।

এর আগে সাধারণ ছুটি চলাকালে কর্মীদের ছাঁটাই না করার জন্য পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে তিনি মার্চের মাসে বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে কর্মীদের দেওয়ার আহ্বান জানান। কিন্তু এখনো বেশির ভাগ কারখানাই তা পরিশোধ করেনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন