স্বল্প পরিসরে চলা আদালতও বন্ধের সিদ্ধান্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছুটির মধ্যে জরুরি বিষয় শুনানির জন্য চলা সব ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম স্থগিত করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর ফলে আদালতে সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ হলো।

শনিবার বিষয়টি ঢাকা টাইমসকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।

তিনি বলেন, প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সকল বিচারপতিরা করোনাভাইরাস মোকাবিলা নিয়ে এক বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেন। বৈঠকে করোনা রোধে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী, জনগণ, আদালতের কর্মকর্তা -কর্মচারি, আইনজীবী সহকারীসহ সকলের নিরাপত্তার স্বার্থে সল্প পরিসরেও আদালতের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ সুপ্রিম কোর্টের সাধারণ ছুটি ঘোষণা করা হয় ৫ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল। তবে বিচারিক আদালত ছুটির মধ্যেও জরুরি বিষয় শুনানির জন্য ম্যাজিস্ট্রেট আদালতে স্বল্প পরিসরে বিচারিক কাজ চলছিলো।

মূলত ২৪ ঘণ্টারর মধ্যে কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হতো। এটি আইনের বিধান। এমন বিষয় স্বল্প পরিসরে আদালত অঙ্গনে চলমান ছিলো। করোনা মোকাবিলায় এমন জরুরি বিষয়টিও স্থগিত করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন