গানে গানে কোভিড-১৯ মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান

গানে গানে কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী এবং ব্যবসায়িক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই গানে কণ্ঠ দিয়েছেন প্রায় ৭০ জনেরও বেশি শিল্পী ও সামাজিক ব্যক্তিত্ব। গানটি শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে।

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, অভিনয়শিল্পী শমী কায়সার, নোবেলসহ আরও অনেকে গানটিতে কণ্ঠ দিয়েছেন।

কোভিড-১৯ মোকাবিলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার লক্ষ্যে গৃহীত হয়েছে একটি সামাজিক উদ্যোগ, যা করোনা সংকট চলাকালীন ও সংকট পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়াবে আর্থিক, শারীরিক ও সামাজিকসহ প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে।

করোনা সংকট মোকাবিলায় অনুদান দিতে আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা সমাজের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই গানের মাধ্যমে দেশের চলমান সংকট মোকাবিলায় এগিয়ে আসতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আসিফ ইকবাল।

গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত, প্রযোজনা করেছেন সংগীত শিল্পী মাহাদী ফয়সাল এবং সার্বিক সহযোগিতায় আছেন রিসালাত সিদ্দীক, দিদারুল আলম সানি ও মাহজাবীন ফেরদৌস। এই গানটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন