সরকারি আদেশ অমান্য করায় হিলিতে ২০ ব্যক্তিকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) হোম কোয়ারেন্টাইন ও সরকারি আদেশ অমান্য করায় ২০ ব্যক্তির কাছ থেকে ৭৬ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে থানা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  আব্দুর রাফেউল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মঙ্গলবার সারাদিন এসআই বেলাল হোসেনের নের্তৃত্বে পুলিশ ও আনসার সদস্যের একটি দল উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই ২০ ব্যক্তিকে আটক করেন।

এরপর সন্ধ্যায় ১৮ আনসার ব্যাটালিয়ন চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফেউল ।

হোম কোয়ারেন্টাইন না মানা এবং সরকারি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে এই জরিমানা করা হয়েছে।  এছাড়া, দেশের বিভিন্ন স্থান থেকে কয়জন মাদক সেবন করতে আসায় তাদেরও জরিমানা করা হযেছে। এসময়, ভ্রাম্যমাণ আদালতে মোট ১২ মামলায় ২০ জনের কাছ থেকে ৭৬ হাজার ২শ’ টাকা আদায় করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে ভবিষতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন