দেশব্যাপি করোনা ভাইরাসের কারনে প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী নীলফামারীর ডিমলা উপজেলার অসহায় দুস্থ্য খাদ্য সঙ্কটে পড়া ৩ হাজার পরিবারের মাঝে ৩০ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলার কর্মহীন হয়ে পড়া দুস্থ্য ও অসহায় ৩ হাজার পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। ত্রান বিতরন উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।