করোনাভাইরাস: মালয়েশিয়ায় বেকার লাখ লাখ বাংলাদেশি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস-আদালত, কল-কারখানা। দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বেকার হয়ে পড়েছেন।

মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। আক্রান্ত হয়েছেন ৩৩৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৮২৭ জন। প্রয়োজন ছাড়া বের হলেই করা হচ্ছে জেল জরিমানা। দেয়া হচ্ছে তাৎক্ষণিক শারীরিক শাস্তিও। এমন পরিস্থিতিতে প্রবাসীদের দেশে টাকা পাঠানো দূরে থাক, তাদের থাকা-খাওয়াই কঠিন হয়ে পড়েছে।

এদিকে ব্যক্তি উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্নস্থানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন অনেকে।

শুক্রবার কুয়ালালামপুরের পুডু, জালান ইপুহ, কলাম আয়ের, প্লাঙ্গি ও চকেট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন মালয়েশিয়া আওয়মিী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা। এ সময় তার সঙ্গে ছিলেন, মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি মামুন ও যুগ্ন সাধারণ সম্পাদক সাইদ সরকার।

দেশটিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ মার্চ থেকে চলাফেরা সীমিত করা হয়, যা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন