করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি মারা গেছে

করোনা সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে ঢাকায় প্রেরণ করা সেই ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যের নাম আক্কাস সরদার (৬০)। তিনি রাজবাড়ীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএনটি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বুল বক্স সরদার।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে আক্কাস সরদার নামে ৬০ বছর বয়সী একজন ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগে আসেন। হাসপাতাল থেকে পরীক্ষা ও সার্বিক পর্যবেক্ষন শেষে এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ করা হয়। তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অন্যত্র থেকে চিকিৎসা নিতে ফেরত দেয়। রাজবাড়ীতে ফেরত নিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছে।

এর আগে করোনা সন্দেহে পাংশা থেকে একজন ও সদরের শিক্ষা অফিসের এক কর্মকতাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পরীক্ষা শেষে তারা কেউ করোনায় আক্রান্ত নয় বলে রিপোর্টে জানা যায়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন