ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় তিতাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার মহাখালী, বনানী ও আশপাশের এলাকায় বর্তমানে গ্যাসের স্বল্পচাপ রয়েছে। রাত ১০টার মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।