ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের ও ৩ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১টি মামলায় ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে আরও ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং সেসব বাড়ির মালিককে সতর্ক করা হয়। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।
সূত্র: বাসস