ভালোবাসার জেরুজালেম

সপ্ত আসমানের প্রথম পথের খোঁজে, ফিরে পায় প্রিয় আল আকসা, সোবহান আল্লাহ! যেখানে বাতাস এসে মধুর সুরে গেয়ে চলে সুরা ফাতিহা আর সুরা ইয়াসিন। যেখানে আকাশ এসে পথ বাতলে দেয় আল্লাহর পথে। যেখানে মেঘের লুকোচুরিতে কোরআনের আয়াতের চলাচল। এখানে গর্বিত ধুলোর শহর, পাহাড় আর সুউচ্চ পাথরের ইমারত গুলো, কেবলা মুখি হয়ে আযান দেয়! আল্লাহু আকবর। বৃক্ষরাজি, পক্ষি, ময়দান,মসনদ, বিধস্ত বাড়ি, পড়ে থাকা লাশ,ধ্বংসস্তূপ আর মানুষের রক্তের স্রোত, সবাই, সবাই এই ময়দানে আল্লাহর জিকিরে মগ্ন। কিন্তু তোমরা ? তোমরা কুলাঙ্গার! তোমাদের হাতে আজ একে ফরটি সেভেন। বুলেট, গ্রেনেড,মিসাইল! তোমরা অনবরত গুলি ছুড়ছো মুমিন মুসলমানের বুকের নিশানায়। তোমরা যাযাবর তোমরা নির্লজ্জ! তোমরা বহিস্কৃত ইহুদি! তোমরা নাস্তিকের নিশানায় অন্ধ চোখে আজ কেয়ামতকে ভুলে গেছো, ভুলেছো নামাজ রোজা ইফতার সেহেরি! ভুলে গেছো মানুষের ভালোবাসায় মুক্তির সনদ, কোরআনে দেখানো আলোর পথ ও তোমাদের অজানা। ভুলে গেছো প্রিয় নবীর উম্মত , ভুলে গেছো পতনের ইতিহাস, ভুলে গেছো হিটলার। একটু চেয়ে দেখো চারেধার! আকাশের পথে কোটি তারার মেলায় , কিম্বা গোলা বারুদের ধোঁয়ার কুন্ডলী মাঝে , শত পয়গম্বর আর নবীর পদচারণে মুখরিত আল আকসার জমিন, ইয়া আল্লাহ! চেয়ে দেখ? চেয়ে দেখ ওরে পাপিষ্ঠ, জল্লাদ, নমরুদ ! আল আকসার শীতল ছায়াতলে, নবীজীর ওজু নামাজ ফরজ আদায়ের ক্ষণ। চেয়ে দেখ তাঁর মিষ্টিমুখের ইমামতি, আল আকসার দেয়ালে কান পেতে শ্রবণ কর, প্রিয় নবীর মাধুকরী বয়ানের খুতবা পাঠ। চেয়ে দেখ পৃথিবীর প্রথম কেবলার সোনালী গম্বুজ। চেয়ে দেখ নবীজির বোরাক! সেই স্থান, সেই ক্ষণ! শব ই মেরাজ। এই সেই দেশ, সেই পথ, মুসলিম উম্মাহের প্রিয় জেরুজালেম। এই ফিলিস্তিনের ময়দানে , তুই ধ্বংস ধ্বংস খেলায়, নিজেকেই ধ্বংসের রণক্ষেত্র মাঝে ডুবাতে চলেছিস! তোমাদের অস্ত্রের আঘাতে রক্তাক্ত শিশুর হাসিমাখা মুখটা দেখেও বুঝতে পারলেনা? ওরা ইসলামের সম্মানে শহীদের কাফনে প্রস্তুত। আর তোদের? সামনেই তোদের মহাপ্রলয়, সমূলে ধ্বংস অনিবার্য।।

কলমেঃ প্রতাপ কুমার

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন