নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

দ্বিতীয় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা

বহুনির্বাচনী

১. রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ কাদের বলা হয়?

ক. প্রবাসীদের

খ. নিরক্ষরদের

গ. ব্যবসায়ীদের

ঘ. বুদ্ধিমান নাগরিকদের

২. নাগরিকের কোন গুণের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়?

ক. বিবেক                       খ. আত্মসংযম

গ. বুদ্ধি               ঘ. নৈতিকতা

৩. তৃষার জন্ম জাপানে কিন্তু তার মা-বাবা বাংলাদেশি। তৃষাও বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছে। এখানে কোন নীতি অনুসরণ করা হয়েছে?

ক. অনুমোদন সূত্র

খ. জন্মস্থান সূত্র

গ. জন্মনীতি

ঘ. বৈবাহিক সূত্র

৪. রাষ্ট্রের প্রতি যথাযথ কর্তব্য ও দায়িত্ব পালন করেন কে?

ক. বিবেকবান মানুষ

খ. দাম্ভিক মানুষ

গ. অজ্ঞ মানুষ

ঘ. বুদ্ধিমান মানুষ

৫. একজন নাগরিকের একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে?

ক. জন্মস্থান সূত্রে নাগরিকতা

খ. জন্মসূত্রে নাগরিকতা

গ. অনুমোদন সূত্রে নাগরিকতা

ঘ. দ্বৈত নাগরিকতা

৬. কোনটি সুনাগরিকের গুণাবলি?

ক. বুদ্ধি              খ. কর্তব্য

গ. উচ্চশিক্ষা        ঘ. নৈতিকতা

৭. নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তি সুনাগরিকের কোন ধরনের গুণ?

ক. কর্তব্য                        খ. বুদ্ধি

গ. বিবেক                       ঘ. আত্মসংযম

৮. কোনটি থাকার কারণে একজন নাগরিক যথাসময়ে কর প্রদান করেন?

ক. বুদ্ধি              খ. বিবেক

গ. উদারতা                     ঘ. দানশীলতা

৯. একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?

ক. সম্পদশালী হওয়া

খ. উচ্চবংশীয় হওয়া

গ. শিক্ষিত হওয়া

ঘ. বিবেকবান হওয়া

১০. কোনটি সুনাগরিকের গুণের পরিপন্থী?

ক. বুদ্ধি              খ. স্বার্থপরতা

গ. বিবেক                       ঘ. সংস্কৃতি

১১. কীসের ওপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে?

ক. সুনাগরিকের বুদ্ধির ওপর

খ. সুনাগরিকের বিবেকের ওপর

গ. সুনাগরিকের আত্মসংযমের ওপর

ঘ. সুনাগরিকের আচরণের ওপর

১২. জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা?

ক. ব্যবসায়ী ব্যক্তিরা

খ. আত্মসংযমী ব্যক্তিরা

গ. শিক্ষিত ব্যক্তিরা

ঘ. অশিক্ষিত ব্যক্তিরা

১৩. একজন সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি?

ক. প্রজ্ঞা             খ. সচেতনতা

গ. আত্মসংযম      ঘ. বিবেক

১৪. কে সকল সমস্যা অতি সহজে সমাধান করতে পারে?

ক. বুদ্ধিমান ব্যক্তি

খ. মূল্যবোধসম্পন্ন ব্যক্তি

গ. আত্মসংযমী ব্যক্তি

ঘ. বিবেকবান ব্যক্তি

১৫. আমরা বাঙালি, আমরা বাংলাদেশি কীভাবে?

ক. অনুমোদন সূত্রে

খ. জন্মস্থান সূত্রে

গ. জন্মনীতি

ঘ. বৈবাহিক সূত্রে

১৬. রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত কর্তব্যকে কী বলা হয়?

ক. অর্থনৈতিক      খ. নৈতিক

গ. আইনগত        ঘ. সামাজিক

১৭. মিঠুন বাংলাদেশের সীমান্ত যুদ্ধে নিজের দেশকে রক্ষা করার জন্য প্রাণ হারাল। মিঠুনের কাজকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?

ক. রাষ্ট্রের সেবা করা

খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ

গ. রাষ্ট্রের আইন মান্য করা

ঘ. বিশ্বমানবতার সেবা করা

১৮. কে নাগরিকদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর আরোপ করেন?

ক. রাষ্ট্রপতি         খ. সমাজ

গ. রাষ্ট্র               ঘ. সরকার

১৯. রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে কী বলে?

ক. আইন মান্য করা

খ. নৈতিক কর্তব্য

গ. আইনগত কর্তব্য

ঘ. সামাজিক কর্তব্য

২০. কোনটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়?

ক. ন্যায়বোধ       খ. আইন

গ. ধর্ম                ঘ. পেশা

উত্তর

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন