পায়রা বন্দর হবে অর্থনীতির চালিকাশক্তি: নৌপ্রতিমন্ত্রী

বিশ্ব বাণিজ্যের সঙ্গে দেশকে সম্পৃক্ত করতে পায়রা বন্দরের কার্যক্রম গতিশীল করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পায়রা বন্দর শুধু দক্ষিণাঞ্চল নয়, সমগ্র দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে। শনিবার বিকেলে পায়রা সমুদ্রবন্দর জেটিতে জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কাজের উদ্বোধন করে এসব কথা বলেন নৌপ্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বেলজিয়ামের জান ডি নুলের মাধ্যমে পায়রা বন্দরের ড্রেজিং কাজ করা হচ্ছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ক্যাপিটাল ড্রেজিং এবং রাবনাবাদ চ্যানেলে সেতুর নির্মাণকাজ শুরু হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল, ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডে নুলের প্রকল্প পরিচালক ইয়াংমইনস প্রমুখ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন