কোস্টগার্ডের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ✍ হান্নান শেখ - ১৫ নভেম্বর, ২০২০; ১২:২৪ অপরাহ্ণ শেয়ার FacebookLinkedinTwitterPinterestWhatsAppViberEmailPrint প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন প্যাট্রোল ভেসেলের কমিশনিং অনুষ্ঠান যোগ দিয়েছেন। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।