ধুনটে ফুটপাতে উচ্ছেদ অভিযান দুই ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার ধুনট শহরের ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে এই অভিযানকালে দুই ব্যবসায়ীকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, ধুনট শহরের প্রধান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে অনেকে ব্যবসা পরিচালনা করে আসছিল। একারনে প্রায়ই সড়কে যানজট দেখা দেয়। এতে সড়কে চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখলকারীদের দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়। এসময় অভিযানকালে আইনের ১০৯ধারায় ধুনট বাজারের টিন ব্যবসায়ী নাজমুল হোসেন ও আশরাফ আলীকে দুই হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানকালে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্সহ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট,বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন