আসন্ন মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের বুধবার (২৩ সেপ্টেম্বর) শেষ দিনে এখন পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুনির চৌধুরী জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসেনি।
জানা যায়, আসন্ন মাদারীপুর জেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় দুপুরে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল উপলক্ষে জেলাজুড়ে উৎসব বিরাজ করছে।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মনিরুজ্জান জানান, জেলা পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র বা অন্য কোন দলের কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৮শ ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি