গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে সম্রাট (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শিশু সম্রাট সহড়াবাড়িয়া গ্রামের লিপ্টন হোসেনের ছেলে। আহত সম্রাটকে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা নেয়ার পথে সম্রাট মারা যায়।
শুক্রবার বিকেলের দিকে বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়। সম্রাটের বাবা লিপ্টন জানান, আমার স্ত্রী পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরির সুবাদে মীরপুরে বাসা ভাড়া নিয়ে সেখানে থাকে। ছেলে সম্রাট বিকেলে ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানবশতঃ নীচে পড়ে যায়। তাকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ তার নিজ গ্রামে যানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি