ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হকের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাৎ এর অভিযোগ করেছেন ইউনিয়নবাসী,ঈদুল আযহা কে সামনে রেখে সরকারের দেয়া দরিদ্র মানুষের জন্য ৭১টন চাল বরাদ্দ করা হয়েছিলো,যা ১০ কেজি করে ৭১০০ দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার কথা।
সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তথ্য পাওয়া গেছে, উপকার ভোগীরা ৮ কেজি করে চাল পেয়েছে,যা ইউনিয়ন পরিষদের লাল বালতি দিয়ে বিতরণ করা হয়েছে, ১ নং ওয়ার্ডের ধামর গ্রামের মুর্শেদ আলী, রমিছা খাতুন, রুমেলা বেগম,বলেছেন তাদের চাল ১০ কেজি করে দেয়া হয়নি,২নং ওয়ার্ডের টেকিপাড়া চান মিয়া বলেছেন, হাজারে পাচজনকে চালের কার্ড দেয়া হয়েছিল, তাও আবার চেয়ারম্যানের নিজস্ব আত্মীয় করনের মাধ্যমে,এভাবে প্রতিটি ওয়ার্ডের দরিদ্র জনগন সরকারের দেয়া সুবিধা থেকে বাদ পড়ায় চোখের পানি ধরে রাখতে পারেনি,ইউনিয়নে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন,৭১ টন চাল ৫০% তার নিজের বলে গোপনে হালাল করে নিয়েছেন,ইউনিয়ন পরিষদ সংলগ্ন চা নাস্তার দোকান ও ফুলবাড়ীয়ার বিভিন্ন হাট -বাজারে চাল চুর শামসু নামে পরিচিত এই বিতর্কিত ইউপি চেয়ারম্যান।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি