নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আত্রাই থানার আয়োজনে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেস, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, হাফেজ আব্দুস ছালাম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, ইউপি সদস্য আব্দুল মান্নান, মোসলেম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি