ঈশ্বরগঞ্জে আগুনের লেলিহানে পুড়ে সবছাই অসহায় পুরো পরিবার

ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলাধীন বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল আজিজ ও তার দুই ছেলের পুরো ঘর পুড়ে ছাই ।

শনিবার দুপুর ১:৩০মিনিটে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর এর পাশদিয়ে আগুনের সূত্রপাত হলে , মাওলানা আব্দুল আজিজ সাহেবের বড় ছেলের পুত্র বধু পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেও পারেনি তখন আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে পুত্র বধুর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়েও কিছু  রক্ষা করতে পারেনি এতে করে ঘরে প্রায় লক্ষাধিক টাকা , জমির দলিলাদি ,পেনসন উত্বলনের কাগজাদি সহ আনুমানিক প্রায় ১০/১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় ।

এদিকে ১:৩০ মিনিটে আগুন ধরলে পাশের ঘরের এক যুবক স্থানীয়  ফায়ার সার্ভিসের নাম্বারে ১:৪১মিনিটে ফোন করলেও ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ঘটনাস্থলে এসে পৌঁছায়, আনুমানিক প্রায় ৫০ মিনিট পর । এতে করে স্হানিয় লোকজনের তোপের মুখে পড়ে ঘনটাস্হল থেকে প্রায় ১৫০মিটার পর্যন্ত গাড়ি পিছনের দিকে নিয়ে স্হানীয় বাজার নশতি থেকে গুড়িয়ে ঘটনা স্থল ত্যাগ করে চলে আসে। উক্ত ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন প্রায় ৮কি:মি:। ঘটনাটি ঘটেছে উক্ত বড়হিত ইউনিয়নের নশতি বাজার সংলগ্ন পাড়াডাংড়ী গ্রামে।

বার্তা প্রেরক
আজহারুল  ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন