অনলাইন রূপালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক সর্বপ্রথম শতভাগ শাখা অনলাইন কার্যক্রমের আওতায় নিয়ে আসে। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর থেকে ব্যাংক কর্তৃপক্ষের প্রায় সব ধরনের নির্দেশনাÑহচ্ছে অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। অনলাইন কার্যক্রমে সবসময় এগিয়ে থাকা রূপালী ব্যাংকের সব কার্যক্রম করোনা মহামারিতেও অনলাইনে পরিচালিত হচ্ছে। পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মহাব্যবস্থাপক সভা এমনকি শাখা ব্যবস্থাপকদের যে কোনো সভাও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত রোববার প্রথমবারের মতো রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘করোনা পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুম অ্যাপ ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বিজ্ঞপ্তি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন