করোনা পরিস্থিতিতে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার পর থেকে রূপালী ব্যাংক কর্তৃপক্ষের প্রায় সব ধরনের নির্দেশনা হচ্ছে অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এতে স্বাভাবিক গতিতেই চলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির গ্রাহকসেবা। পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মহাব্যবস্থাপকদের সভা এমনকি শাখা ব্যবস্থাপকদের যেকোনো সভাও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ব্যাংকটির সব কার্যক্রম অনলাইনে পরিচালনা করে ব্যাংকিং সেক্টরে অনুসরণীয় হয়ে উঠেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটি।
এরই ধারাবাহিকতায় গত রোববার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে প্রথমবারের মতো রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘করোনা পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুম অ্যাপ ব্যবহার করে এ অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।
অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। পরে প্রথম সেশনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য উপস্থাপন করেন তিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে এবং মনোবল অক্ষুণ্ন রেখে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। বিশ্বব্যাপী করোনার এ সংকটময় পরিস্থিতিতে কীভাবে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে হবে ও বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং কৌশল কেমন হবে, সে বিষয়েও প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
অনলাইন প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় সেশনে আলোচক হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এতে অংশগ্রহণ করেন সারা দেশের ১০ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ২৬টি আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজাররা। উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল তাহমিনা আখতার ও ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি