কাটাখালিতে বিভিন্ন দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পবার কাটাখালি পৌর বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান  পরিচালিত হয়েছে। এ ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার। ওই বাজারে বিভিন্ন দোকানে ২৭ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাটাখালি বাজারের পদ্মা কনফেকশনারিতে মেয়াদ না থাকা ভোগ্য সামগ্রী রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও আবেদিন হোটেল এন্ড রেষ্টুরেন্ট স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও সামাজিক দুরুত্ব বজায় না রাখার কারণে পদ্মা স্টোর নামের মুদিখানার দোকানে ২ হাজার টাকা, ওষুধের দোকানে ২শ’ টাকা এবং ফলের দোকানে ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাটাখালি থানার অফিসার্স ইনচার্জ জিল্লুর রহমানসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।

বার্তা প্রেরক
মোঃইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন