ভোলার লালমোহনে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ওই ছাত্রীর বাবা মো. খোকন (৪৬) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালাত।
বুধবার দুুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকা থেকে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। পরে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমির কাছে হাজির করলে তিনি খোকনকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। লালমোহন থানার এসআই কিশোর বিশ্বাস বলেন, গত ৬দিন আগে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেন খোকন। অভিযোগ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীসহ খোকনের বাড়িতে গিয়ে বরকে না পেয়ে তাকেই আটক করা হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, মেয়েকে বাল্যবিয়ে দেয়ার কারণে খোকনকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। সাজাপ্রাপ্ত খোকনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পী
ভোলা প্রতিনিধি