ভার্চুয়াল শুনানি: ৯ দিনে নিম্ন আদালতে ২০ হাজার আসামির জামিন

সারা দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ৯ দিনে প্রায় ২০ হাজার আসামিকে জামিন দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের অধস্তন আদালতে কার্যরত ভার্চুয়াল আদালত গত ৯ কার্যদিবসে ৩০ হাজার ২০৫টি জামিন আবেদন নিষ্পত্তি করেন। এরমধ্যে ১৯ হাজার ৪৬১ জন আসামিকে জামিন দেয়া হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়।

এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। পরদিন ১১ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এক আসামির জামিনের খবর আসে। ১২ মে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১ জন এবং ১৭ মে তিন হাজার ৪৪৭ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, ১৯ মে চার হাজার ৬৩ জন, ২০ মে চার হাজার ৪৮৪ জন এবং ২৭ মে ৮৭৬ আসামিকে জামিন দেয়া হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন