এমপিও নীতিমালা সংশোধনের দাবি

এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কম্পিউটার শিক্ষক যারা ছয় মাসের কোর্স করে হাইকোর্টের আদেশ নিয়েও দীর্ঘদিন এমপিওভুক্ত হতে পারছেন না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বরাবর এসব দাবি সংবলিত আবেদন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে

# এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করতে হবে।

# কম্পিউটার শিক্ষক যারা ছয় মাসের কোর্স করে হাইকোর্টের আদেশ নিয়েও দীর্ঘদিন এমপিওভুক্ত হতে পারছেন না তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

# শিক্ষকদের অভিজ্ঞতার ঘাটতির বিষয়ে কেইস টু কেইস সমাধান করতে হবে।

# এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা।

# স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আগামী বাজেটে বরাদ্দ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

# এমপিওভুক্তিতে হয়রানি বন্ধে ৯টি অঞ্চলের উপপরিচালকে একটি বিশেষ আদেশ প্রদান।

# শিক্ষা অধিদফতরে শিক্ষকদের জন্য একটি মানবিক ইউনিট চালু করতে হবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন