নওগাঁয় রমজান উপলক্ষ্যে জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়ের নিজস্ব উদ্যোগে প্রতিবন্ধী ও জেলার রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৫ শতাধিক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ই মে দুপুরে শহর সমাজসেবা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরন করেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, শহর সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান জেলা যুবলীগ নেতা মানিক রায়, প্রিন্স, ছাত্রলীগ নেতা শুভ ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার বিকেলে শহরের তাজের মোড়ে সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ইফতার সামগ্রী শ্রমিকদের হাতে তুলে দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলা, চিনি, খেজুর, আটা, তেল, মুড়িসহ ইত্যাদি জিনিষপত্র। জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক শমসের আলীসহ শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক :
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি