বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে ভোলায় শতাধিক ক্রিকেট খেলোয়াড় এর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ভোলা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে গজনবী স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে খেলোয়াদের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। ভোলা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইয়ারুল আলম লিটন, সহ-সভাপতি মো: ফয়ছাল, সহ-সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন, যুগ্ম-সাধারন সম্পাদক রাজিব চৌধুরী সহ ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, সাবেক খেলোয়াড়বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন ও সাবান। এসময় বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুয়োর্গ মুহুর্তে সহায়তার জন্য বিসিবি ত্রান কর্মসুচী হাতে নিয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়দের কিছুটা হলেও উপকৃত হবে। এসময় তারা সকল বিত্তবান ব্যাক্তিকে দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহবান জানান। করোনার সময় ক্রিকেটাররা যাতে আর্থিক কষ্টে না থাকেন সেজন্য শুরুতেই প্রনোদোনা দেয় বিসিবি। শোনা যাচ্ছে, ঈদের আগে আরেক দফা আর্থিক প্রণোদনার ঘোষণা দেবে বোর্ড।
বার্তা প্রেরক :
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি