মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন

মঙ্গলবার (১২ মে) সকালে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের পূর্ব মোল্লাকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতরা হলেন-জাফর হাওলাদার (৪৭), শাহীন বেপারী (২৫), সুমন বেপারী (৩২), ভুলু বেপারী (৫৩), কামাল হাওলাদার (৪৪), লুৎফর বেপারী (৪০), কালাম বেপারী (৬৬) নজু বেপারী (৩৬), রিয়াজ হাওলাদার (৩৪), তানিয়া বেগম (৩৪) ও আবুল বেপারী (৫৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার রাজ্জাক হাওলাদার ও সাহাবুদ্দিন বেপারীর আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহত হয় নারীসহ অন্তত ১০জন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত তানিয়া ও আবুল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার শওকত জাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বার্তা প্রেরকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন