ভোলায় করোনা পরিস্তিতিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় পরিবারের জন্য ত্রান সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরনের জন্য ভোলার জেলা মো.মাসুদ আলম ছিদ্দিক এর কাছে এ ত্রান হস্তান্তর করেন আশা’র বিভাগীয় ও জেলা কর্মকর্তারা।(১১ মে) সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৫০০ পরিবারের জন্য এ সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন ও আলু।
এ সময় জেলা আশা’র বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক আবু খালেদ রাজু, সহকারি ব্যবস্থাপক মো. ইব্রাহিম খান, রিয়াজ উদ্দিন, ভোলার ডিএম অপু নারায়ন দাস, ভোলা সদর উপজেলা আরএম শাহজাহান ওমর, বোরহানউদ্দিন ব্যবস্থাপক সৈয়দ আলম প্রমুখ। আশা কর্মকর্তারা জানান, জেলার সাত উপজেলায় আশা ১৯০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
বার্তা প্রেরক :
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি