সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ মে থেকে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র এর পুরোটাই উল্টো।
শপিংমল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য সরকার থেকে নির্ধারিত ছিল ১৪ টি নিয়ম। কিন্তু বাস্তবে কেউই ধার ধারছে নিয়ম কানুনের,
আজ সকালে ভোলা সদরের চকবাজারে গেলে দেখা যায় লকডাউন এর পূর্ববর্তী সময়ে থেকেও বাজারে জনসমাগম ছিল অনেক বেশি। কেউই ধার ধরছেনা কোন নীতিমালার, না দোকানি না ক্রেতা। এরকম চলতে থাকলে মৃত্যুর মিছিল দেখতে বেশি সময় লাগবে না। গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও আজ তাদের কার্যক্রম চোখে পড়ার মতো কিছুই হয়নি। মানুষ স্বাভাবিক নিয়মে কেনাকাটা করছে। বাজারে আসা একজন লোকের সাথে কথা বললে তিনি বলেন করোনা ফরোনা কিছু না, আমাদের কিছু হবে না। মানুষের এরকম উদাসীনতা দেখে উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই।
অতিসত্বর এরকম জনসমাগম বন্ধ না করা গেলে করোনা বিস্তার আরও মহামারী রূপ ধারণ করবে।
বার্তা প্রেরক :
আজাহর হোসেন বাপ্পি
ভোলা প্রিতিনিধি