সন্তানের জন্মদিন পালনের পরিবর্তে ঈদ সামগ্রী বিতরণ

শিবচরের এক কলেজ শিক্ষিকা একমাত্র সন্তানের জন্মদিনের অনুষ্ঠান না করে অসহায়দের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জানা যায়, শিবচরের রিজিয়া বেগম মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক উম্মে সায়মা বেলীর একমাত্র সন্তান সৈয়দা সেহরিশ জায়না এর ৫ম জন্মদিন ছিল শনিবার। পরিবারের ইচ্ছা ছিল ধুমধাম করে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করার। কিন্তু করোনাভাইরাসের কারণে শিবচর উপজেলা গত ১৯ মার্চ থেকে লকডাউন হয়ে আছে। তাই অনুষ্ঠান না করে জন্মদিন উপলক্ষে শনিবার সকালে শিবচর পৌর এলাকায় ৫০টি অসহায় পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামগ্রীর ছিল পোলাও চাল, সেমাই, দুধ, তেল, চিনি, লবণ, সাবান ও মুড়ি।

শিক্ষিকা সায়মা জানান, করোনা পরিস্থিতির কারণে আমরা অনেক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বর্জন করেছি। এ অবস্থায় সমাজের খেটে খাওয়া বেশিরভাগ মানুষেরই কাজ বন্ধ। তাই আমাদের উচিত এইসব অনুষ্ঠানে আমরা যে খরচ করতাম তা অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া।

বার্তা প্রেরকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন