মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর মোস্তফা হাজ্বী বাড়িতে, আজ ৩ই মে রবিবার ভোর পাঁচ টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান বাড়ির মালিক জসিম উদ্দিন। এলাকাবাসীর সহযোগিতায় এবং পরবর্তীতে মীরসরাই ফায়ারসার্ভিস এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জসিম উদ্দিন বলেন, আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় এলাকার লোকজনের শোরগোল শুনে আমি আগুনের খবর পাই। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার এর গ্যাস শেষ হয়ে যাওয়াতে লাকড়ি দিয়ে আগুন জালানো হয়। ওই লাকড়ি থেকে আগুন ধরে যায়। একটি রান্নাঘর এবং একটি টিন শেট ঘর আগুনে পুড়ে যায় বলে জানান তিনি।
হৃদয় দেব নাথ
মিরসরাই, প্রতিনিধি