কুলিয়ারচরে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোস্তফা মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পিতার নাম মৃত হাবিবুর রহমান। স্থানীয় বাজারে তিনি একটি মুদি দোকান পরিচালনা করতেন।

গত ১৫ এপ্রিল বাজিতপুর থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর ১৭ এপ্রিল আসা রিপোর্টে তার করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসে এর পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবাইয়াৎ ফেরদৌসী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরুর নেতৃত্বে ইসলামী ফাউন্ডেশনের একটি টিম পুলিশ বাহিনীর সহায়তায় দুপুরে তার গোসল ও কাফন সম্পন্ন করে স্থানীয় কবরস্থানে দাফন করেন।

এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে। এর আগে জেলায় এক শিশুসহ তিনজন মারা যায়। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

বার্তা প্রেরক:
শাহাদাৎ হোসেন
নিকলী,(কিশোরগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন