ক্যানসার প্রতিরোধসহ তরমুজের যত গুণ

সুস্থ শরীর সবারই কাম্য। কে না চায় সুস্থ থাকতে? সুস্থতায় সিজনাল ফলের ভূমিকা অনেক। গরমে তরমুজ আপনার শরীর ভালো রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আসুন জানা যাক এ সময় নিয়মিত তরমুজ খাওয়ার উপকারিতা:

ত্বকের যত্নে:

যদি আপনার ত্বকে মেছতা থাকে, তবে তা থেকে রেহাই পেতে প্রতিদিন তরমুজ খান। তরমুজের সমৃদ্ধ ভিটামিন-এ দেহের ত্বকের জন্য উপকারী। নিয়মিত তরমুজ খেলে আপনার ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরে আসবে।

দৃষ্টিশক্তি বাড়ায় তরমুজ: 

তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। এর ফলে তরমুজ আপনার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে, চোখ থাকবে সুস্থ।

রক্তচাপ নিয়ন্ত্রণে তরমুজ:

তরমুজে প্রচুর পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা আপনার রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক:

তরমুজে ক্যান্সার-প্রতিরোধক উপাদান আছে। বিশেষ করে, এটি প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

হার্টের সুস্থতায়:

তরমুজ হার্টের কর্মক্ষমতা বাড়ায়। তাছাড়া, তরমুজের ভিটামিন-সি, ক্যারোটিন (carotene) ও পটাসিয়াম শরীরের কলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে আপনার হার্ট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকে।

কিডনির কর্মক্ষমতা বাড়ায় তরমুজ:

নিয়মিত তরমুজ খেলে আপনার প্রস্রাবের ধারা স্বাভাবিক থাকবে। এতে কিডনিপাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। এছাড়াও তরমুজ খেলে কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন