করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশন এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের ২১ হাজার পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় কাউন্সিলরবৃন্দ মহানগরীর ৩০টি ওয়ার্ডে পরিবার প্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছেন।
প্রথম পর্যায়ে সরকারের পক্ষ হতে রাজশাহী মহানগরীর জন্য ১২৩ টন (এক লাখ ২৩ হাজার কেজি) চাল বরাদ্দ পাওয়া যায়। পরিবার প্রতি ১০ কেজি করে মোট ১২ হাজার ৩০০ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে ৩০টি ওয়ার্ডের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারের পক্ষ হতে ২১০ টন (দুই লাখ ১০ হাজার কেজি) চাল বরাদ্দ পাওয়া গেছে।
প্রতি ওয়ার্ডে ৭০০ করে মোট ৩০টি ওয়ার্ডে ২১ হাজার পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। গত ১৭ এপ্রিল থেকে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।