ময়মনসিংহে তিন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন চিকিৎসক করোনা আক্রান্ত হবার পর এবার আরো তিনজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হলেন। এদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন একেএম মশিউল আলম।

এসব স্বাস্থ্যকর্মীরা পূর্বে একজন করোনা রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। তাদেরকে আইসোলেশন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

ময়মনসিংহে ১৫ তম দিন বুধবার (১৫ এপ্রিল) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে গফরগাঁও ৩ জন, শেরপুরে ৩, নেত্রকোণায় ৩ ও জামালপুরে ১জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন