দেশে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি রাজধানীতে

দেশে করোনা আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। এরমধ্যে সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা রাজধানীতে।

আইইডিসিআর- এর তথ্য মতে, সবচেয়ে বেশী ঝুঁকিতে আছে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, বাসাবো, লালবাগ এর মতো এলাকা।

এরমধ্যে শুধু মিরপুরের টোলারবাগেই আক্রান্তের সংখ্যা ১৯ জন। মিরপুরের বিভিন্ন সেক্টর মিলিয়ে আরও ২৭ জন আছে আক্রান্তের তালিকায়।

এছাড়া উত্তরায় ১৫, ধানমন্ডিতে ১৪, ওয়ারিতে ১৩, মোহাম্মদপুরে ১০, বাসাবোতে ১২, যাত্রাবাড়ীতে ১১, লালবাগে ১১, বনানীতে ৭, গ্রিন রোডে ৫, বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ ও বংশালে ৪ জন আক্রান্ত হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন