করোনা প্রাদুর্ভাব ও আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, পরিবহন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আমর্ড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ৮ম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং স্থল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। করোনার প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ (চাল, ডাল, তেল, পেঁয়াজ, মশুর ডাল, লবণ, চিনি, আদা, রসুন) পানি, শিশু খাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সব প্রকার চিকিৎসা সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন, আমদানি, খালাস, পরিবহন ব্যবস্থা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।